এএফসি অ-২০ নারী
বাংলাদেশসহ যে ১২ দল খেলবে এশিয়ান কাপ
- টিডিসি রিপোর্ট
- ২৩ আগস্ট ২০২৫, ১০:২৮
সাফল্যের নতুন নতুন অধ্যায় রচনা করছে দেশের নারী ফুটবলাররা। মাত্র এক মাসের ব্যবধানে জাতীয় দল এবং অনূর্ধ্ব-২০ নারী দল দুই দলই ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে জাতীয় নারী ফুটবল দল ও বয়সভিত্তিক দল। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ জাতীয় নারী দল অংশগ্রহণ করবে, আর অনূর্ধ্ব-২০ দল খেলবে থাইল্যান্ডে।
গেল জুলাইয়ে মিয়ানমার থেকে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছিল সিনিয়র দল। এছাড়া গেল রবিবার (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার কাছে হেরেও গোল ব্যবধানে এগিয়ে এএফসি এশিয়ান কাপ নিশ্চিত করে সাগরিকা-মুনকি-তৃষ্ণারা। আগের দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে গোলবন্যায় ভাসিয়েছিল বাঘিনীরা।
গ্রুপের শেষ ম্যাচে কোরিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হারের পর এশিয়ান কাপে খেলাই যেন শঙ্কার মধ্যে পড়ে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। যদিও তাদের ভাগ্য অন্য ম্যাচের ফলের ওপর নির্ভরশীল হয়ে দাঁড়ায়। তবে ভাগ্য বাংলাদেশের পাশেই ছিল। একই রাতে লেবানন ৮-০ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ায়, রানার্সআপ দলগুলোর মধ্যে শীর্ষ তিনের মধ্যে থেকে মূল পর্বে উঠতে সক্ষম হয় বাংলাদেশ।
ইতোমধ্যেই ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দল নিশ্চিত হয়েছে। আয়োজক থাইল্যান্ডের সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া খেলবে। এছাড়া ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, বাংলাদেশ ও চাইনিজ তাইপে মূলপর্ব নিশ্চিত করেছে।
২০২৬ সালের ১ থেকে ১৮ এপ্রিল গড়াবে এই টুর্নামেন্ট। যেখানে তিনটি গ্রুপে ভাগ হয়ে এশিয়ান কাপে ১২টি দল খেলবে।
একনজরে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দল: বাংলাদেশ, থাইল্যান্ড, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে, ভারত।