আর্থিক কেলেঙ্কারির সত্যতা পাওয়ায় এনসিপি নেতা বহিষ্কার
- ১৩ আগস্ট ২০২৫, ১৪:২৭
আর্থিক কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলাভঙ্গের সত্যতা পাওয়ায় চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ৪৮ ঘণ্টার মধ্যে তার লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমের বরাতে আপনার বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি ও গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে, যা দলের সুনাম ক্ষুণ্ণ করেছে। এ অবস্থায়, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় আপনাকে দলের সকল প্রকার সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
আরও পড়ুন: রাবি ভিসির বাসভবনে সাবেক ছাত্রদল নেতার তালা
এ বহিষ্কারাদেশ আজকের তারিখ হতে কার্যকর হবে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তার লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।