ডাকসু নির্বাচন: চূড়ান্ত তালিকায় ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন

ডাকসু নির্বাচন
ডাকসু নির্বাচন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা একটু পর প্রকাশিত হবে। চূড়ান্ত ভোটার তালিকা মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। নির্বাচনের তফশিল অনুযায়ী আজ সোমবার (১১ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।

রাত পৌনে ৯টার দিকে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, চূড়ান্ত ভোটার তালিকার বিষয়ে একটু পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৯৩২ জন। অর্থাৎ, চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে ১৫৭ জন ভোটার। 

ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে ১২ থেকে ১৮ আগস্ট। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এরপর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। জানা গেছে, প্রথমবারের মত হলের বাহিরে ছয়টি কেন্দ্রে এবার ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।