ছাত্রীর হাত চেপে ধরেন খুবি অধ্যাপক
‘আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই’
- খুবি প্রতিনিধি
- ১৪ আগস্ট ২০২৫, ০৭:৪৫
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে ব্যক্তিগত প্রশ্ন, অশালীন প্রস্তাব, একান্ত সাক্ষাতের চাপ এবং যৌন সম্পর্কের ইঙ্গিত দেওয়ার অভিযোগ করেছেন এক ছাত্রী। গত ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতির কাছে লিখিতভাবে অভিযোগ জমা দেন তিনি।
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সভাপতি মোছা. তাসলিমা খাতুন জানান, অভিযোগের পর ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার প্রধান হিসেবে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে ছাত্রী উল্লেখ করেন, দুর্ঘটনার কারণে সময়মতো অ্যাসাইনমেন্ট জমা দিতে না পারায় শিক্ষকের সঙ্গে দেখা করতে যান। দীর্ঘ আলাপচারিতার এক পর্যায়ে শিক্ষক অস্বস্তিকর মন্তব্য করেন এবং পরবর্তীতে ঘন ঘন মেসেজ পাঠাতে থাকেন। মেসেজে তাকে বাইরে ঘোরার প্রস্তাব ও ব্যক্তিগত আমন্ত্রণ দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঈদের ছুটিতে বাসায় যাওয়ার আমন্ত্রণে শিক্ষক পরিবারসহ আসেন। পরবর্তীতে নিরালা মোড়ে দেখা করতে গিয়ে শিক্ষক সরাসরি যৌন ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেন এবং একা নির্জন বাসায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান। ছাত্রী আপত্তি জানালে তিনি হাত চেপে ধরে বলেন, ‘আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন এঁকে দেবই।’ এছাড়া ফলাফল বাড়িয়ে দেওয়ার প্রলোভনও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ আছে।
ভুক্তভোগী জানান, ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং ভয়ের কারণে কাউকে জানাতে পারেননি। তবে ৫ আগস্ট ভিসির ঘোষণার পর সাহস সঞ্চয় করে অভিযোগ করেন।
এ বিষয়েম খুবির ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. নাজমুস সাদাত বলেন, অভিযোগ তদন্তাধীন থাকায় বিস্তারিত মন্তব্য করা যাচ্ছে না।
অভিযোগ অস্বীকার করে অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি, এর সঙ্গে বাস্তবতার মিল নেই। ওই ছাত্রী অসুস্থ থাকায় তার বাবা একবার আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সব শিক্ষার্থীই আমার কাছে সমান।