মাদকবিরোধী অভিযানের সময় গুলিবিদ্ধ ‘সোর্স’

গুলিবদ্ধ আব্দুল হামিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
গুলিবদ্ধ আব্দুল হামিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে © সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আব্দুল হামিদ (৪০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি সংস্থাটির সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নুরুজ্জামান নামে এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করা হয়েছে।

পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের পরিদর্শক খবির আহম্মেদের নেতৃত্বে ফিলিপনগর দারোগার মোড় এলাকার কফিলের ছেলে মাদক কারবারি ও সন্ত্রাসী নুরুজ্জামানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে নুরুজ্জামান, ফিলিপনগর গ্রামের হাফিজুর সর্দারের ছেলে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি রাখি সর্দার ও তার সহযোগী বৈরাগীরচর গ্রামের ভাঙন সর্দারের ছেলে সন্ত্রাসী মিঠু লাল সর্দার অবস্থান করছিলেন। অভিযানের বিষয়টি বুঝতে পেরে সন্ত্রাসীরা তাদের নিকট থাকা অস্ত্র দিয়ে অভিযান পরিচালনাকারীদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করেন। এতে আব্দুল হামীদ নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সোর্স গুলিবিদ্ধ হয়। এ সময় সন্ত্রাসী রাখি ও মিঠু পালিয়ে গেলেও নুরুজ্জামানকে আটক করে অভিযান পরিচালনাকারীরা। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা অক্ষত থাকলেও আব্দুল হামিদ নামে তাদের এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।