গাম্পার ট্রফি পুনরুদ্ধার বার্সেলোনার

গাম্পার ট্রফি নিজেদের দখলে রাখল বার্সেলোনা
গাম্পার ট্রফি নিজেদের দখলে রাখল বার্সেলোনা © সংগৃহীত

প্রাক-মৌসুমের শেষ প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় নিয়ে হুয়ান গাম্পার ট্রফি নিজেদের দখলে রাখল বার্সেলোনা। রবিবার (১০ আগস্ট) রাতে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে ইতালিয়ান ক্লাব কোমোকে ৫-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় স্প্যানিশ জায়ান্টরা।

বার্সার হয়ে জোড়া গোল করেন তরুণ দুই তারকা লামিন ইয়ামাল ও ফার্মিন লোপেজ। আর একটি গোল যোগ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা।

কাতালান ক্লাবটির জন্য গাম্পার ট্রফি পুনরুদ্ধারের লড়াই ছিল এটি। গত বছর ফরাসি ক্লাব মোনাকোর কাছে এই শিরোপা হারিয়ে ফেলেছিল তারা। এবার আর কোনো ভুল করেনি বার্সেলোনা, ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্সে নিশ্চিত করেছে ৪৭তম গাম্পার ট্রফি।

এদিকে প্রাক-মৌসুমে দুটি প্রস্তুতি ম্যাচেও দারুণ জয় পেয়েছিল বার্সা। দক্ষিণ কোরিয়ান ক্লাব এফসি সিউলের বিপক্ষে ৭-৩ এবং জাপানের ডাইগুর বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় স্প্যানিশ জায়ান্টরা। 

গাম্পার ট্রফি একটি ঐতিহ্যবাহী প্রদর্শনীমূলক আসর, যা ১৯৬৬ সালে শুরু হয়েছিল। প্রথমদিকে ৪ দলীয় টুর্নামেন্ট ছিল এটি, তবে ১৯৯৬ সাল থেকে দুই দলের একক ম্যাচে নামিয়ে আনা হয়।