৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ © সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ২০২৫ সালের প্রথম ছয় মাসে ৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করেছে। প্রতারণা চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি।

মেটার দেওয়া তথ্য অনুযায়ী, এসব অ্যাকাউন্ট মূলত ‘স্ক্যাম সেন্টার’ বা প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত ছিল। অনেক ক্ষেত্রে অপরাধীরা দক্ষিণ–পূর্ব এশিয়ায় চাপ সৃষ্টি করে জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) চালাত। তাদের কার্যক্রমে ছিল ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রলোভন, বিপুল রিটার্নের প্রতিশ্রুতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া সুযোগ প্রদর্শন ও ব্যক্তিগত বার্তায় লোভনীয় প্রস্তাব পাঠানো।

প্রথমে টেক্সট মেসেজের মাধ্যমে টার্গেট ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করত চক্রগুলো। পরে সোশ্যাল মিডিয়া ও প্রাইভেট মেসেজিং অ্যাপ ব্যবহার করে ফাঁদ পাতা হতো। একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার করায় প্রতারণার পুরো চিত্র বোঝা অনেক সময় কঠিন হয়ে যেত বলে জানিয়েছে মেটা।

ব্যবহারকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মেটা বলেছে, পরিচিত নন এমন বা কন্ট্যাক্ট লিস্টে নেই এমন নম্বর গ্রুপে যুক্ত করবেন না এবং অচেনা নম্বর থেকে আসা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন।

যুক্তরাজ্যের ভোক্তা আইন বিশেষজ্ঞ লিসা ওয়েব বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভুয়া বিনিয়োগ, প্রতারণামূলক পণ্য এবং অস্তিত্বহীন চাকরির অফারের বিজ্ঞাপনে প্লাবিত হচ্ছে। তাই মেটাকেও আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।