জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমোদন বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঢাবি শিক্ষার্থীদের
- ১৩ আগস্ট ২০২৫, ১৫:৫৩
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা থেকে জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমোদন বাতিল না করলে লাগাতার কর্মসূচি পালনা করা হবে বলে আল্টিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জিয়াউল হক নামে এক শিক্ষার্থী বলেন, গত স্বৈরাচার আমলে এনজিওর অর্থায়নে স্কুল সিলেবাসে শরীফ-শরীফার গল্প যোগ করে ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধ করার চেষ্টা হয়েছিল। জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে থাকলে এসব বিষয় স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে বাধ্যতামূলক হবে, যা লিঙ্গ পরিবর্তন ও মানসিক বিকৃতির প্রসার ঘটিয়ে পারিবারিক কাঠামো ও সামাজিক মূল্যবোধ ধ্বংস করবে। জাতিসংঘের মানবাধিকার অফিস চালু থাকলে পুনরায় কোটা প্রথা চালু হয়ে ট্রান্সজেন্ডার/সমকামী কোটা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মসজিদে ‘সমকামী ইমাম’ নিয়োগের আশঙ্কা রয়েছে ।
তিনি আরও বলেন, আমরা একাধিকবার সরকারকে এই ব্যাপারে অনুরোধ জানালেও সরকার আমাদের কথায় কর্ণপাত করেনি। অতএব, অন্তর্বর্তী সরকারকে আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। সরকার যদি ২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘের মানবাধিকার অফিস বাতিল না করে তাহলে দেশ ও দেশের শিক্ষার্থীদের স্বার্থে স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে লাগাতার কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।