২০২৫ সালে বাড়ল ১.৯৭ শতাংশ, দেশে এখন ভোটারের সংখ্যা কত?

নির্বাচন ভবন
নির্বাচন ভবন © ফাইল ফটো

দেশের সম্পুরক ভোটার তালিকার তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ রবিবার (১০ আগস্ট) প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৫ সালে ভোটার অন্তর্ভুক্তির হার ৩.৬৯ শতাংশ। আর ভোটার বৃদ্ধির হার ১.৯৭ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। আর ৯৯৪ জন হিজড়া রয়েছেন। চলতি বছরের ২ মার্চ পর্যন্ত সময় ধরে এ ভোটার সংখ্যা প্রকাশ করা হয়েছে।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ এ অন্তর্ভুক্ত ভোটারের সংখ্যা পুরুষ ১৮ লাখ ৭০ হাজার ২০৩ জন। আর নারী ২৭ লাখ ৭৬২ জন যুক্ত হয়েছেন। নতুন হিজড়া ভোটার ২৫১ জন। মোট ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জন ভোটার বেড়েছে। 

আরও পড়ুন: নির্বাচনের জন্য কেনা হচ্ছে ৪০ হাজার বডি-ওর্ন ক্যামেরা

তালিকায় কর্তনকৃত ভোটার সংখ্যা পুরুষ ১২ লাখ ২৪ হাজার ৯০২ জন। আর নারী ৯ লাখ ৭ হাজার ৬৬৭ জন। হিজড়া ভোটার বাদ পড়েছে ২১। সবমিলিয়ে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন ভোটার বাদ গেছেন। 

হালনাগাদের পর ৩০ জুন পর্যন্ত ভোটার সংখ্যা পুরুষ ৬ কোটি ৪০ লাখ ৬ হাজার ৯১৬ জন। আর নারী ৬ কোটি ২১ লাখ ৬২ হাজার ৭৬০ জন ও হিজড়া ১ হাজার ২২৪ জন। মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন।