বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু আগামীকাল
- ১৩ আগস্ট ২০২৫, ১৪:২৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার।
বিশ্ববিদ্যালয়ের মূল ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার অধ্যাপক মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস কার্যক্রম আগামী ১১ আগস্ট ২০২৫ তারিখে শুরু হবে। এ লক্ষ্যে সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।