৮ উপদেষ্টার বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’র অভিযোগ, সাবেক সচিবের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বললেন মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ বিভাগ
মন্ত্রিপরিষদ বিভাগ © ফাইল ছবি

আট উপদেষ্টাকে নিয়ে সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারের করা অভিযোগকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শনিবার মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে দেখা গেছে—সাবেক সরকারি কর্মকর্তা এবিএম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।

বিবৃতিতে বলা হয়, এসব অভিযোগ সম্পূর্ণভাবে অসত্য ও অমূলক। কোনো ব্যক্তিকে শনাক্ত না করে কিংবা প্রমাণ উপস্থাপন ছাড়া এ ধরনের অভিযোগ করা দায়িত্বহীনতা এবং জনআস্থার জন্য ক্ষতিকর। প্রশাসন স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার নীতিতে অঙ্গীকারবদ্ধ। যদি আব্দুস সাত্তারের কাছে কোনো অসদাচরণের বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে, তা যথাযথ আইনগত ও তদন্ত সংস্থার কাছে দ্রুত জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ আরও বলেছে, প্রমাণ ছাড়া অনুমানের ভিত্তিতে নয়, বরং যাচাইযোগ্য তথ্যের ভিত্তিতেই জনপরিসরে আলোচনা হওয়া উচিত।

উল্লেখ্য, শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও অবসরপ্রাপ্ত সচিব এবিএম আব্দুস সাত্তার অভিযোগ করেন যে, অন্তর্বর্তীকালীন সরকারের আটজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না। নাম না বললেও তিনি দাবি করেন, তাদের ‘সীমাহীন দুর্নীতি’র প্রমাণ তার কাছে রয়েছে।