ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে ইরান
- ১২ আগস্ট ২০২৫, ১৬:৩৭
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের কোনো ধরনের ক্ষমা দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যা ভবিষ্যতের জন্য বার্তা হয়ে থাকবে।
এর আগে গত বুধবার ইরান রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি একজন সহকর্মী পরমাণু বিজ্ঞানীর গোপন তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছিলেন। ওই বিজ্ঞানী গত জুন মাসে ইসরায়েলের হামলায় নিহত হন।
তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি জানান, প্রাথমিক তদন্ত শেষে আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে যাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ রয়েছে, তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।
তিনি বলেন, ‘গুপ্তচর কিংবা ইহুদিবাদী শত্রুদের সহযোগীদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না। কঠোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের এমন শাস্তি দেওয়া হবে, যা অন্যদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।’ তিনি আরও জানান, তদন্ত শেষে বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত জুনে ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়, যাতে গুপ্তচরদের সহায়তায় ইরানের বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।
ইরান ও ইসরায়েলের মধ্যে দু’সপ্তাহব্যাপী যুদ্ধ শেষ হওয়ার পরই ইরান গুপ্তচর ধরতে ‘ন্যাশনওয়াইড’ অভিযান শুরু করে। সেইসঙ্গে দ্রুত বিচার করে, ইতোমধ্যেই কমপক্ষে আটজন গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।
সূত্র: রয়টার্স