আগামীতে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির: তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান © সংগৃহীত

আগামীতে নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচন উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তারেক রহমান বলেন,  গত বছরের ৫ আগস্টের পর থেকে বিএনপির সমর্থক ছাড়াও যারা নিরপেক্ষ তারাও বিভিন্ন জিনিস বিবেচনা করে  বিএনপির কোনো নেতাকর্মী বা সমর্থকদের কাছে নিজেদের প্রত্যাশা তুলে ধরে। কারণ তারা মনে করে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে। যেহেতু আগামীতে নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনার সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির।

তিনি বলেন, গণতন্ত্রের ভিত কে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। এটি স্থানীয় থেকে জাতীয় সকল পর্যায়ে এমনকি আমাদের নিজেদের ভেতরও গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে যে প্রত্যাশা রাখে তার ক্ষুদ্র একটি পার্ট হলো একটি জবাবদিহি  মূলক সিস্টেম গড়ে তোলা। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আসুন, আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা এই চর্চা শুরু করি।

 প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর আজ ড্যাবের ভোট হচ্ছে। এতে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলে সভাপতি ও মহাসচিব পদে দাঁড়িয়েছেন যথাক্রমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক হারুন আল রশিদ ও জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম শাকিল। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি ও মহাসচিব প্রার্থী যথাক্রমে শিশু হাসপাতাল ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম আজিজুল হক ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের রেসপিরেটরি বিভাগের অধ্যাপক আবদুস সাকুর খান। 

গণতন্ত্রের ভিত কে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। এটি স্থানীয় থেকে জাতীয় সকল পর্যায়ে এমনকি আমাদের নিজেদের ভেতরও গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে যে প্রত্যাশা রাখে তার ক্ষুদ্র একটি পার্ট হলো একটি জবাবদিহি  মূলক সিস্টেম গড়ে তোলা।