চীনে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৩৩
- ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারি বর্ষণে পাহাড়ি ঢল নেমে আসে। ফলে বেশ কয়েকটি এলাকায় তীব্র বন্যা দেখা দেয়। প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষকে।
চীনের ফায়ার সার্ভিসের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা কোমরসমান পানি ভেঙে গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে, গানসু প্রাদেশিক সরকারের প্রকাশিত ছবিতে কাদামাটি ও বিশাল পাথরে ঢাকা পড়ে থাকা সড়কের দৃশ্য দেখা গেছে। [সূত্র: এএফপি]