হল রাজনীতি নিষিদ্ধের পর মধ্যরাতে ঢাবিতে ককটেল বিস্ফোরণ 

ঢাকা বিশ্ববিদ্যালযয়ের টিএসসি এলাকা
ঢাকা বিশ্ববিদ্যালযয়ের টিএসসি এলাকা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে রাজু ভাস্কর্য-শাহবাগের রাস্তায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে একদল দুষ্কৃতকারীরা।

শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পুলিশ ও প্রক্টরিয়াল টিম আসার আগেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। 

এর আগে রাত তিনটার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল রাজনীতি নিষিদ্ধ করেন। প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন শিক্ষার্থীরা।