ঢাকা বিশ্ববিদ্যালয়

রোকেয়া হলে ছাত্রদলের নেতৃত্বে শ্রাবণী-আনিকা

আনিকা বিনতে আশরাফ ও মোছা. শ্রাবণী আক্তার
আনিকা বিনতে আশরাফ ও মোছা. শ্রাবণী আক্তার © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। এর অংশ হিসেবে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে রোকেয়া হলে। এই হলে নতুন কমিটিতে আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার ও সদস্যসচিব পদ পেয়েছেন আনিকা বিনতে আশরাফ। এছাড়া কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন শ্রাবন্তী হাসান বন্যা দায়িত্ব পেয়েছেন। 

আজ শুক্রবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৮ সদস্যবিশিষ্ট এই কমিটি অনুমোদন করেছেন ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

কমিটিতে যুগ্ম আহবায়ক পদে সাকিবা সুলতানা বন্যা, মেহনাজ রহমান নিসফা, অর্পিতা সাহা আছেন। সদস্য হিসেবে আছেন সাদিয়া আফরিন এনী ও আফিয়া আনিকা।