স্ত্রীসহ বীর বাহাদুর বিরুদ্ধে দুদকের আরও দুই মামলা  

বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূর
বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূর © সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগে আরও দুটি মামলা করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) কক্সবাজারের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে দুই কর্মকর্তা বাদী হয়ে পৃথক দুটি মামলা রুজু করেন।

দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, মামলাটি দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মামলার এজাহার অনুসারে, বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রী মে হ্লা প্রূরের বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৩৯ টাকার অবৈধ সম্পদ এবং ৭৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বীর বাহাদুর উ শৈ সিংয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক নারগিস সুলতানা। এই মামলায় সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকার অবৈধ সম্পদ এবং ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

এদিকে, মে হ্লা প্রূরের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নিজাম উদ্দিন। তার বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৫ টাকার অবৈধ সম্পদ এবং ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮০ টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য মিলেছে।

দুদক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অনুসন্ধানে প্রাপ্ত আয়কর রিটার্ন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে এই তথ্যগুলো মিলেছে। এর আগে, ৩ আগস্টও দুদক বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রী মে হ্লা প্রূরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে, যেখানে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছিল। এ বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলছে এবং আরো তথ্য আসতে পারে বলে দুদক সূত্রে জানা গেছে।