গাজায় ইসরায়েলি হামায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত
- ০৯ আগস্ট ২০২৫, ১৫:৪৬
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানীয় এলাকায় ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় একদিনে আরো অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, নারী ও শিশুও রয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য প্রশাসনের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে সংঘটিত হামলায় শিবির ও আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে বিস্তৃত প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। গাজা শহরের উত্তর-পশ্চিমের আল-শাতি শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে তিনজন নিহত হন। উত্তর গাজার শেখ রিদওয়ান এলাকায় এক বৃদ্ধ ও দুই নারী নিহত হন। পূর্ব গাজার আল-তুফাহে এক নারী নিহত হন; একই এলাকায় এক তাঁবুতে আশ্রয় নেওয়া পরিবার (পিতা, মাতা ও চার শিশু) ড্রোন হামলায় নিহত হয়েছেন। মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে এক অ্যাপার্টমেন্টে হামলায় চারজন (যাদের দু’জন শিশু) প্রাণ হারান।
দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়িতে গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। আল-মাওয়াসি অঞ্চলে বাস্তুচ্যুতদের তাঁবুতে ড্রোন হামলায় এক নারী ও তার শিশু নিহত হয়েছেন। খান ইউনিসের বানি সুহেইলায় আরও তিন বেসামরিক নাগরিক নিহত হয়। রাফাহে ত্রাণের অপেক্ষায় অবস্থানকালে ইসরায়েলি গুলিতে পাঁচজন নিহত হওয়ার খবর এসেছে।
এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ২০০ ছাড়িয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান লড়াইয়ে পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়ে বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে।
অপরদিকে গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ তদন্তের প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গণহত্যার অভিযোগ নিয়ে সংঘাতের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)ও মামলা চলমান আছে।