বন্ধ হচ্ছে মাইক্রোসফটের উইন্ডোজ ১১ এসই

উইন্ডোজ ১১ এসই
উইন্ডোজ ১১ এসই © সংগৃহীত

মাইক্রোসফট তাদের লাইটওয়েট অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এসই বন্ধ করার ঘোষণা দিয়েছে। এটি ছিল মূলত শিক্ষার্থীদের জন্য তৈরি একটি হালকা ও সীমিত সংস্করণ। ক্রোমবুকের বিকল্প তৈরি করা ছিল এর উদ্দেশ্য। তবে এটি ধীরে ধীরে বাজার থেকে তুলে নিচ্ছে মাইক্রোসফট।

 উইন্ডোজ ১১ এসই কম শক্তিশালী হার্ডওয়্যারে চলার উপযোগী। এছাড়া এটি শুধু মাইক্রোসফট অনুমোদিত অ্যাপ চালাতে পারত। ক্লাউড-কেন্দ্রিক ব্যবস্থাপনায় সুবিধা দিত। মূলত ক্রোম ওএস-এর সঙ্গে প্রতিযোগিতা করতে বাজারে আসে উইন্ডোজ ১১ এসই। ২০২১ সালে মাইক্রোসফট এটি চালু করে।

মূলত কম জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাই বন্ধ হচ্ছে এটি। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তৈরি হলেও তারা উইন্ডোজ ১১ এসই খুব একটা পছন্দ করেনি, কারণ এটি প্রচলিত উইন্ডোজের মতো ফ্লেক্সিবল ছিল না। সেই সঙ্গে অ্যাপ ইনস্টলেশন সীমাবদ্ধতা বড় কারণ। ব্যবহারকারীরা নিজের মতো করে অ্যাপ ইনস্টল করতে পারতেন না। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রোমবুকস অনেক আগে থেকেই জনপ্রিয়।

উইন্ডোজ ১১ এসই বন্ধ করার পর নতুন কোনো ডিভাইসে এটি আর প্রি-ইনস্টলড পাওয়া যাবে না। যারা আগে থেকেই উইন্ডোজ ১১ এসই চালাচ্ছেন তাদের জন্য নিরাপত্তা আপডেট চলবে ২০২৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত। তবে এরপরে এই অপারেটিং সিস্টেম পুরোপুরি বিদায় নেবে।