মহাসড়ক যেন পুকুর, নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ যুবকের
- ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০
পটুয়াখালীর লোহালিয়া থেকে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলাকে সংযুক্ত করা ২৭ কিলোমিটারের আঞ্চলিক মহাসড়ক এখন রীতিমতো ‘পুকুরে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে যাওয়া এই সড়কে যানবাহনের বদলে মাঝেমধ্যে দেখা মিলছে নৌকার। আর সেই দুরবস্থা চোখে আঙুল দিয়ে দেখাতেই নৌকা চালিয়ে অভিনব প্রতিবাদ করেছেন এক যুবক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রীতিমতো পানিতে ডুবে থাকা রাস্তায় নৌকা চালাচ্ছেন পটুয়াখালীর রুমেন শিকদার। তিনি বলেন, ‘জরুরি কাজে জেলা শহরে যাচ্ছিলাম। যাত্রাপথে দুর্ঘটনার কবলে পড়ে সময়মতো পৌঁছাতে পারিনি। তাই নৌকা চালিয়ে প্রতিবাদ করেছি—তবু যদি সংশ্লিষ্টদের একটু লজ্জা হয়!’
স্থানীয়রা জানান, লোহালিয়ার এই সড়কই বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ৮ লাখ মানুষের জেলা শহরে যাতায়াতের একমাত্র ভরসা। অথচ সড়কটি এখন চলাচলের অনুপযোগী। কোথাও কোথাও গর্ত এতটাই গভীর ও প্রশস্ত যে তা পুকুরের রূপ নিয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
সরেজমিন দেখা গেছে, সড়কের বেশিরভাগ জায়গায় পিচ উঠে গেছে। কোথাও কোথাও কাদার নিচে রাস্তার অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। যানবাহন আটকে যাচ্ছে কাদায়, বিকল হচ্ছে রিকশা-ভ্যান, ইজিবাইকসহ নানা যানবাহন। চালকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যাত্রার চাইতে গাড়ি সারাতে খরচ বেশি পড়ছে এখন।’
স্থানীয় বাসিন্দারা জানান, আগে যেখানে ৪০ মিনিটে গন্তব্যে পৌঁছানো যেত, এখন সময় লাগছে দুই ঘণ্টা। শিক্ষার্থী, রোগী ও অফিসগামী সবাইকে প্রতিদিন পড়তে হচ্ছে দুর্ভোগে।তাদের অভিযোগ, বহুবার আশ্বাস দিলেও সড়ক সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাঝেমধ্যে খানিকটা মেরামত করে সময়ক্ষেপণই চলছে।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. হোসেন আলী মীর বলেন, ‘শিগগিরই সড়ক মেরামতের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।‘ তবে সড়ক প্রশস্ত করা হবে কিনা—এ প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি।
সড়কের দুরবস্থা এবং মানুষের দুর্ভোগ নিয়ে এখন স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত সড়কটির টেকসই সংস্কার ও সম্প্রসারণ করে চলাচলের উপযোগী করা হোক।