বিয়ে না করলেই স্কিপ? ভাইরাল হচ্ছে ‘পোস্ট ইউ এজ এ ব্রাইড’ ট্রেন্ড

মিডিয়া ট্রেন্ড
মিডিয়া ট্রেন্ড © টিডিসি সম্পাদিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের কিছু জিনিস ট্রেন্ড হয়ে যাওয়া নতুন কোনো ব্যাপার নয়। সে হতে পারে ক্রিয়েটিভ বা হাস্যরসাত্মক। তবে কমবেশি সবাই এই ট্রেন্ডে গা ভাসায়। ঠিক তেমনি বেশ কিছুদিন ধরেই ট্রেন্ডে আছে নিজের বিয়ের ছবি শেয়ার করা। সম্প্রতি এ ধরনের একটি টেমপ্লেট ইন্সটাগ্রামের স্টোরিতে বেশ ভাইরাল হয়েছে। 

ট্রেন্ডটি শুরু হয়েছে মূলত টিকটক ও ইন্সটাগ্রাম থেকে, যা এখন ছড়িয়ে পড়েছে ফেসবুক এবং অন্যান্য প্ল্যাটফর্মেও। শেয়ার করা স্টোরিতে ক্লিক করলেই দেখা যায়, “ডোন্ট স্কিপ, পোস্ট ইউ এজ এ ব্রাইড।” সেখানে নিজের বিয়ের ছবি শেয়ার করছেন অনেকেই।

বাংলাদেশেও এই ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং সাধারণ ব্যবহারকারীরাও অংশ নিচ্ছেন এতে। কিছু ভিডিওতে দেখা যাচ্ছে, কেবল ছবি নয়, বিয়ের দিনের আবেগময় মুহূর্তও জায়গা পাচ্ছে।

তবে এ নিয়ে কিছু হাস্যরসাত্মক প্রতিক্রিয়াও দেখা যায়। যারা বিয়ে করেননি তারা আবার আক্ষেপ করে বলছেন, ‘ওইযে সম্পূর্ণ বিয়ে ব্যাপারটাই আমার জীবন থেকে স্কিপ হয়ে গেছে। কি আর বলব দুঃখের কথা।’   

এর কিছুদিন আগে ফেসবুকে ভাইরাল হয় গ্লাসে হলুদ ঢেলে ভিডিও শেয়ার করার ঘটনা।