জুলাই বিপ্লবে নিহত ৬‌ অজ্ঞাত মরদেহ হস্তান্তর, দাফন যেখানে

ঢাকা মেডিকেল কলেজের  মর্গ
ঢাকা মেডিকেল কলেজের মর্গ © সংগৃহীত

জুলাই বিপ্লবের সময় নিহত অজ্ঞাত ৬ জনের মরদেহ দাফনের জন্য আঞ্জুমান ম‌ফিদুল ইসলা‌মের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। মরদেহগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) আদাল‌তের নি‌র্দেশে মর‌দেহগু‌লো হস্তান্তর করা হ‌য়ে‌ ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

অজ্ঞাত ছয়জনের মধ্যে ৫ জন পুরুষ ও একজন নারী। গত এক বছর ধ‌রে মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে ছিল বলে জানা গেছে। 

চিকিৎসকরা জানান, ২০২৪ সালের ৭ থেকে ১৪ জুলাইয়ের মধ্যে মরদেহগুলো ঢাকা মেডিকেল আসে। প্রতি‌টি মরদেহেই আঘা‌তের চিহ্ন ছি‌ল। আজ বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হলো। তবে ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।

পুলিশ জানায়, এই ছয়জনের মধ্যে পাঁচজন আঘাতজনিত কারণে ও একজন শট গানের আঘাতে মারা যান।