ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ৪র্থ পর্বের শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সরকারি ও বেসরকারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে  ৪র্থ পর্বের শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৭ আগস্টের মধ্যে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বুধবার (৬ আগস্ট) বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ  প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সরকারি ও বেসরকারি ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ৪র্থ পর্বের শূন্য আসনে ক্লাস্টার ভিত্তিক শিক্ষার্থী ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

ভর্তির জন্য আবেদন ফরম ও আবেদনের নিয়মাবলি বোর্ডের ওয়েবসাইটে www.bteb.gov.bd পাওয়া যাবে।

ভর্তির আবেদনের যোগ্যতা:

সরকারি প্রতিষ্ঠানের জন্য ২০২২ থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ২০২০ থেকে ২০২৪ এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রম উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবে। সরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ ৩ এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ ২ থাকতে হবে। 

এইচএসসি (ভোকেশনাল) শিক্ষাক্রমে প্রাপ্ত জিপিএ অনুসারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে প্রাপ্ত আবেদন ও শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম প্রণয়ন করে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।