জুলাই সাহসী সাংবাদিকতার সম্মাননা পেলেন দ্য ডেইলি ক্যাম্পাসের শিহাব উদ্দিন

সাংবাদিক মো. শিহাব উদ্দিন
সাংবাদিক মো. শিহাব উদ্দিন © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনে সাহসী অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার মো. শিহাব উদ্দিন। 

গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের জন্য এ স্বীকৃতি ও সম্মাননা দেয় সংগঠনটি। 

রবিবার বিকালে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

শিহাব উদ্দিন জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ১৭ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আহত হন। 

সে সময়কার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভের মাধ্যমে সত্য তুলে ধরেছি। পুলিশ শিক্ষার্থী এবং সাংবাদিকদের মধ্যে কোনো পার্থক্য করেনি। সবার ওপরই গুলি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। আমরা আন্দোলনকারীদের পাশে থেকে সত্য তুলে ধরেছি। এ সম্মাননা পেশাগত দায়িত্ব পালনে আমাকে আরও উৎসাহ দেবে।’