৭২৯ পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করল কারিগরি শিক্ষা অধিদপ্তর
- ০৮ আগস্ট ২০২৫, ০১:৫৫
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ভোকেশনাল শাখা ও শাখাধীন প্রতিষ্ঠানগুলোতে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের ১৭ ক্যাটাগরির ৭২৯টি শূন্য পদে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা
সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ১টি;
লাইব্রেরিয়ান: ৫১টি;
সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর: ২টি;
হিসাবরক্ষক: ২৮টি;
ইউডিএ কাম অ্যাকাউন্ট্যান্ট: ৪টি;
এলডিএ কাম স্টোর কিপার: ১৭টি;
সহকারী কাম স্টোর কিপার: ১১টি;
অফিস সহকারী কাম স্টোর কিপার: ৪৬টি;
এলডিএ কাম-টাইপিস্ট: ২টি;
সহকারী কাম টাইপিস্ট: ২টি;
অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি/কন্টোল অপারেটর: ২৭টি;
কেয়ারটেকার: ৭৪টি;
ড্রাইভার কাম মেকানিক: ২টি;
এলডিএ কাম ক্যাশিয়ার: ৭৯টি;
অফিস সহায়ক/নিরাপত্তা প্রহরী: ৪৭টি;
অফিস সহায়ক: ৩১৭টি;
অফিস সহায়ক/গার্ডেনার: ৫টি;
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের অনুকূলে বিদ্যমান সব বিধি-বিধান অনুসরণ করে নিয়োগপত্র জারি করা হবে ও তাদের স্থায়ী ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে। নিয়োগপত্র জারি ও যোগদানবিষয়ক বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আবেদনকারীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
চূড়ান্ত ফলাফল দেখুন এখানে ক্লিক করে।