ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই ঘটনায় অপর দুই যাত্রী আহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দুপুরে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া গ্রামের কাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন হাটুরিয়া গ্রামের মঞ্জু মিয়া (৪০) ও যশরা গ্রামের আলাল উদ্দিন (৫০)।

এলাকাবাসী জানান, বেলা দুইটার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া কাজিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দ্রুতগামী মাহিন্দ্রা গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চার যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শারমিন আক্তার দুজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

চিকিৎসক শারমিন আক্তার বলেন, আহতদের মধ্যে হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। অপর দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।