নিজামী-সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে কেন খালেদা জিয়ার ছবি-বক্তব্য, জানালেন ফরহাদ
- ০৮ আগস্ট ২০২৫, ১৪:৪১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতৃবৃন্দ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে সেই ছবিগুলো সরিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার সেই স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ও দণ্ডিত নেতাদের বিচারিক প্রক্রিয়ার বিপক্ষে তার মন্তব্য তুলে ধরেছে শিবির। নিজামী-সাকার পরিবর্তে কেন খালেদা জিয়ার ছবি-বক্তব্য— এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। এবার এই বিষয়ে মুখ খুলেছেন ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ।
তিনি বলেন, যারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গতকাল আমরা তাদের ছবি প্রদর্শন করেছিলাম। কিন্তু এটা নিয়ে বিতর্ক হয়েছে। তাই আজ সেই বিচারের ডকুমেন্ট শো করেছি, যেখানে ফুটে উঠেছে, সেটা বিচারিক হত্যাকাণ্ড ছিল। যারা হাসিনার এই বিচারিক হত্যাকাণ্ডের বিচারের বিপক্ষে দাঁড়িয়েছিল, আমরা তাদের বক্তব্য তুলে ধরেছি। এরই অংশ হিসেবে খালেদা জিয়ার একটি বয়ান তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান আমাদের ইতোমধ্যে ধন্যবাদও দিয়েছেন। সুতরাং এটা নিয়ে ভিন্ন বয়ান তৈরির সুযোগ নেই।
ছাত্রদল প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রদল শিক্ষার্থীদের থেকে বিচ্ছিন্ন, জনগণ থেকে বিচ্ছিন্ন। তাদের কাছে কেউ যায় না, তাদের বয়ান কেউ শোনে না। তাদের অপপ্রচারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।
ঢাবি শিবির সভাপতি বলেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ আমরা একাত্তর ও চব্বিশ কে মুখোমুখি করেছি। কিন্তু আমরা বলতে চাই, একাত্তর আমাদের প্রাইম অধ্যায়। একাত্তরের সকল হত্যাকাণ্ডের বিচার হবে, কিন্তু কোন ইনজাস্টিস আমরা মেনে নেব না। একাত্তরকে আমরা আমাদেরই রাখব। মোদীবাদী-মুজিববাদী প্রজেক্ট হতে দিব না।
এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) ‘আমরাই ৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক আয়োজনে প্রথমে প্রদর্শিত হয়েছিল মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আজম, নিজামী, সাঈদী, মুজাহিদ, মীর কাশেম, কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি। সেটাকে কেন্দ্র করে বামপন্থি ছাত্রসংগঠনগুলো আপত্তি জানিয়ে বিক্ষোভ করতে থাকে। তীব্র বিক্ষোভের মুখে এগুলো অপসারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।