বেসরকারি মাদরাসার অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষকদের এমপিওভুক্তির দাবি
- ২১ আগস্ট ২০২৫, ১০:২৫
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি মাদরাসাসমূহে অনার্স-মাস্টার্স পর্যায়ে বিভিন্ন বিষয়ে নিয়োজিত, এমপিও বঞ্চিত প্রায় ২০০ শিক্ষককে এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্ট পদসমূহ এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষকরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি দেন তারা।
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, গত ২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসাসমূহে অনার্স-মাস্টার্স পর্যায়ে কর্মরত প্রায় ২০০ শিক্ষকের এবং বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্ট পদসমূহ এমপিওভুক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। এটি মাদরাসা পর্যায়ে উচ্চশিক্ষার বিকাশে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
বর্তমানে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি মাদরাসায় বিভিন্ন বিষয়ে অনার্স ও মাস্টার্স কোর্স পরিচালিত হচ্ছে। উক্ত কোর্সে বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও প্রবিধান অনুযায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ বিগত দীর্ঘ সময় ধরে সম্পূর্ণ বেতন ও সরকারি সুবিধাবঞ্চিত অবস্থায় পাঠদান করে আসছেন। এ অবস্থায়, জাতীয় শিক্ষানীতির আলোকে উচ্চশিক্ষা সম্প্রসারণ, পাঠদান মানোন্নয়ন এবং শিক্ষকদের মানবিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সমস্যা সমাধান অত্যন্ত জরুরি। কর্মরত শিক্ষকদের বিষয়ে গভর্নিং বডি কর্তৃক বিধি মোতাবেক নিয়োগই তাদের এমপিও প্রাপ্তির ক্ষেত্রে বিবেচনায় আনা প্রয়োজন।
প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিযুক্ত থাকলেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর হতে এ পর্যন্ত অনার্স-মাস্টার্স পর্যায়ে কোনো শিক্ষককে এমপিওভুক্ত করা হয়নি। ফলে, এই শিক্ষকগণ স্বল্প সম্মানী বা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে পাঠদানের কাজ করছেন, যা উচ্চশিক্ষার গুণগত মানকে বাধাগ্রন্থ করছে। এ ছাড়া যৎসামান্য সম্মানী দিয়ে পরিবার-পরিজন নিয়ে তাদের জীবনযাপন বর্তমানে কঠিন ও দুর্বিষহ হয়ে উঠেছে।
ভুক্তভোগী শিক্ষকগণ এ বিষয়ে একাধিকবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদন দাখিল করেছেন । এমতাবস্থায় শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন পাঠদানের পরিবেশ নিশ্চিতকরণ, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মানবিক মর্যাদা ও অর্থনৈতিক স্বস্তি প্রদান এবং দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার এই শিক্ষকগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি মাদরাসাসমূহে অনার্স-মাস্টার্স পর্যায়ে কর্মরত সকল শিক্ষককে মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০১৮-এ প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে এমপিওভুক্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদ্রাসা অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদের পক্ষে সংগঠনটির সভাপতি মো. মাসউদুর রহমান, সহ-সভাপতি মো. আ. মান্নান ও সেক্রেটারি মুহাম্মদ শফিউল বশর প্রমুখ।