রাজশাহী কলেজ

‘রাজনৈতিক বক্তব্য’ দিয়েছেন শিবির সেক্রেটারি, ছাত্রদলে উত্তেজনা 

ছাত্রদল-শিবির উত্তেজনা
ছাত্রদল-শিবির উত্তেজনা © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী কলেজের উদ্যোগে আয়োজিত জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ ডকুমেন্টস প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদকের রাজনৈতিক বক্তব্য দেওয়ার অভিযোগে কলেজ প্রশাসনের নিকট তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে কলেজ শাখা ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টায় রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে আয়োজিত অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের প্রতি স্মৃতিচারণ বক্তব্য পর্ব শেষে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারির দেওয়া বক্তব্যে কে কেন্দ্র করে অনুষ্ঠানে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণা অনুষ্ঠানের আগের দিন প্রিন্সিপাল স্যার স্বয়ং আমাদের জানিয়ে দিয়েছিলেন বক্তব্যে কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য থাকবে না, শুধুমাত্র জুলাই আন্দোলনের স্মৃতি, ইতিহাস ও ত্যাগের কথা তুলে ধরা হবে। সেই নির্দেশনা মেনে আমাদের বক্তব্যে শুধু জুলাই স্মৃতি ও মুক্তিকামী ছাত্র-জনতার আন্দোলনের কথা তুলে ধরি। 

তিনি বলেন, দুঃখজনক বিষয় অন্য একটি সংগঠন অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য প্রদান ও স্লোগান দিতে থাকে এবং এলইডি ডিসপ্লেতে তাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম প্রচার করতে থাকে , যা মূল উদ্দেশ্যকে ব্যাহত করে এবং অনুষ্ঠানের পরিবেশকে রাজনৈতিকভাবে প্রভাবিত করে।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারির মো: মোশাররফ হোসেন বলেন, আমি সাধারণ ভাবে বক্তব্য দিচ্ছিলাম কিন্তুু সেই সময় নাকি পেছনে প্রজেক্টরে আমাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন হয়েছে সেটা সম্পর্কে আমি অবগত না। এছাড়াও বক্তব্য শেষে আমি জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনতার স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে বক্তব্য শেষ করি এটাও হয়তো তাদের খারাপ লাগতে পারে।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী  বলেন, এই ধরনের অনুষ্ঠানে কোনো ব্যক্তির বক্তব্য একান্তই তার নিজস্ব এটার সাথে কলেজ প্রশাসনের কোনো সম্পর্ক নেই। আমরা উভয় পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেছি।