চবিতে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ উৎসবের উদ্বোধন
- ৩০ নভেম্বর -০০০১, ০০:০০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪২৬ বাংলা নববর্ষ উৎসব মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহীদ মিনারে প্রাঙ্গন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের আব্দুর রব হলের মাঠে এসে সমাপ্ত হয়।
‘নন্দিত স্বদেশ, নন্দিত বৈশাখ’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এই উৎসবের শুরুতেই জাতীয় পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। তারপর ‘এসো হে বৈশাখ’- গান পরিবেশন করেন তাঁরা। পরবর্তীতে চবি প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন চবি পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। কমিটির সমন্বয়ক উপ উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। এছাড়া উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী এবং সহকারী প্রক্টরবৃন্দ। বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের অনেকে।