টিএসসিতে শিবিরের প্রদর্শনীতে নিজামী-সাঈদী-সাকার ছবি, বামদের বিক্ষোভ

টিএসসিতে শিবিরের প্রদর্শনী ও বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ
টিএসসিতে শিবিরের প্রদর্শনী ও বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে স্থান পেয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে। আর এতেই আপত্তি বাম ছাত্রসংগঠনগুলোর। এ নিয়ে বিক্ষোভের পর ছবিগুলো সরিয়ে দিয়েছে প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একাংশ ছেলেমেয়েরা বিভিন্ন অভিযোগে এনেছে। আমরা শিবিরের ছেলেদের ডেকে সেগুলো সরিয়ে ফেলেছি। তারা আমাদের সহযোগিতা করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। 

জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট) এ ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কার্যক্রমের সমালোচনা শুরু করেন। পরে সন্ধ্যা ৬ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী টিএসসিতে জড়ো হন এবং ছবি সরিয়ে ফেলার দাবি জানান। 

শেষে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবি সরিয়ে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছবি সরিয়ে ফেলার বিষয়ে সম্মতি দেয় ছাত্রশিবির। এ সময় তারা ‘আমার মাটি আমার মা রাজাকারের হবে না, স্বৈরাচার আর রাজাকার মিলেমিশে একাকার, একাত্তরের বাংলায় রাজাকারের ঠাই নাই, মা মাটি মোহনা রাজাকারের হবে না’সহ নানা স্লোগান দেন।

সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরেরর প্রদর্শনীতে প্রতীকী গণভবন, একটি আন্তঃনগর ট্রেন তৈরি করেছে। পাশেই তারা ‘বিচারিক হত্যাকাণ্ড’ শিরোনামে যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত একাধিক নেতার ছবি টাঙিয়েছে। এর মধ্যে রয়েছেন মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাইদী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, মীর কাশেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ।