ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় অভিবাসীদের জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের ভিসার শর্ত ভঙ্গ করলে ভিসা বাতিল, নির্বাসন এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা—এসব গুরুতর পরিণতির বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।

সোমবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, ‘আপনার মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে অনুমোদিত থাকার সময়কালকে সম্মান করুন। আই-৯৪ অ্যাডমিট অব ডেটের পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।’

দূতাবাস আরও জানায়, নির্ধারিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ব্যক্তির ভ্রমণ, পড়াশোনা ও কর্মসংস্থানের ওপর স্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন: ড. ইউনূসের পাঠকৃত জুলাই ঘোষণাপত্র দেখুন এখানে

এদিকে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ইস্যু নিয়ে রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে। সোমবার জর্জিয়ার ১৪তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন এক্স-এ এক পোস্টে দাবি করেন, ভারতীয় এইচ১-বি ভিসা প্রোগ্রাম বন্ধ করা উচিত। পাশাপাশি তিনি ওবামা-বাইডেন প্রশাসনের ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অর্থায়ন এবং অস্ত্র পাঠানোর বিরুদ্ধেও অবস্থান নেন।

এর আগে একই দিন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে ঘিরে নতুন বাণিজ্যিক হুমকি দেন। তিনি বলেন, ভারত রাশিয়ান তেল কেনার জন্য যে শুল্ক পরিশোধ করছে, তা যুক্তরাষ্ট্র আরও বাড়াবে। তার ভাষায়, ‘ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনে বেশি দামে খোলা বাজারে বিক্রি করছে। রাশিয়ার যুদ্ধযন্ত্রের হাতে ইউক্রেনের মানুষ মারা গেলেও ভারত তা নিয়ে কোনো চিন্তা করছে না।’

ট্রাম্প আরও বলেন, এসব কারণেই ভারতের ওপর নতুন করে উচ্চ শুল্ক আরোপ করা হবে। যদিও ঠিক কত শতাংশ শুল্ক আরোপ করা হবে সে বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দেননি। উল্লেখ্য, গত সপ্তাহেও ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি ক্ষমতায় ফিরলে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।