সাপের কামড়ে চলে গেলেন পলিটেকনিক শিক্ষার্থী শিবিরকর্মী আরমান

আরমান তালুকদার
আরমান তালুকদার © সংগৃহীত

সাপের কামড়ে আরমান তালুকদার নামে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি ছাত্রশিবিরের একজন কর্মী ছিলেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তার মৃত্যু হয়। আজ বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে আরমানকে দাফন করা হয়েছে। 

জানা গেছে, আরমান তালুকদার উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার জহির আহমদের ছেলে। তিনি ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের কর্মী ছিলেন।  

স্থানীয়রা জানান, সোমবার (৪ আগস্ট) রাতে খাবার শেষে ঘুমাতে গেলে রাত একটার দিকে জানালার পাশে ঘুমন্ত অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয়। শুরুতে পরিবারের সদস্যরা ধারণা করেন এটি ইঁদুরের কামড়, তাই গুরুত্ব দেননি। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকলে তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।             

আরমানের মৃত্যুতে শোক জানিয়ে চট্টগ্রাম-৮ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. মো. আবু নাছের বলেন, আরমান তালুকদার ছাত্রশিবিরের একজন সম্ভাবনাময় কর্মী ছিলেন। ইসলামী আন্দোলনকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে ছিলেন তিনি। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত কর্মীকে হারিয়েছি। আমি গভীরভাবে শোকাহত।

তিনি আরও বলেন,  আল্লাহ্ তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।