জুলাই গণ–অভ্যুত্থান দিবসে দেশব্যাপী যত আয়োজন
- ০৬ আগস্ট ২০২৫, ০০:৫২
গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হচ্ছে দেশের সবচেয়ে বড় আয়োজনস্থলে। এই ঐতিহাসিক দিনে বিকেল ৫টায় এখানেই পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতির সামনে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে ঐ ঘোষণাপত্রের পূর্ণাঙ্গ পাঠ।
এর আগে গত রবিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ‘জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হয়েছে। আগামী ৫ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র উপস্থাপন করা হবে।’ একই পেজে জানানো হয়, এ উপলক্ষে দিনভর নানা সাংস্কৃতিক আয়োজন থাকবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
‘৩৬ জুলাই উদ্যাপন’ শীর্ষক এই বিশাল আয়োজন শুরু হবে সকাল ১১টা থেকে। অনুষ্ঠান সূচনা হবে টং-এর পরিবেশনায় গান দিয়ে। এরপর পর্যায়ক্রমে গান পরিবেশন করবেন সাইমুম শিল্পীগোষ্ঠী, কলরব শিল্পীগোষ্ঠী, নাহিদ, সেজান, শূন্য ব্যান্ড, সায়ান, ইথুন বাবু ও মৌসুমী, সোলস, ওয়ারফেজ, বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর ব্যান্ড, পারশা মাহজাবীন, এলিটা করিম এবং আর্টসেল ব্যান্ড। দিনব্যাপী এই অনুষ্ঠানমালার আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। সন্ধ্যার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অভিনব ‘ডু ইউ মিস মি’ শিরোনামের একটি ড্রোন ড্রামা।
এই দিনটিতে শুধু রাজধানী নয়, সারা দেশজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রদ্ধা জানানো হচ্ছে গণ-অভ্যুত্থানের শহীদদের। ঢাকার রাজু ভাস্কর্য প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছে ‘জাগ্রত জুলাই’ শীর্ষক কনসার্ট, যা শুরু হবে সন্ধ্যা ৭টায়। এতে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন উপাচার্য ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং উপ-উপাচার্য (শিক্ষা) ড. মামুন আহমেদ। সভাপতিত্ব করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
আরও পড়ুন: জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপির ৫ সদস্য
জুলাই বিপ্লবের চেতনা পৌঁছে দিতে দেশের বিভিন্ন প্রান্তেও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা ও কনসার্ট। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ মাঠে বিকেল ৫টা থেকে আয়োজিত কনসার্টে অংশ নেবেন কনা, সজল, সাথী খান, ফ্লাই ডান্স গ্রুপ ও চিত্রনায়িকা শখ। উপস্থাপনায় থাকবেন দীপ্তি চৌধুরী।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘স্বাধীনতা ২.০ সাংস্কৃতিক সন্ধ্যা’, যেখানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ব্যান্ড কুঁড়েঘর।
ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘গণ-অভ্যুত্থান দিবস উদ্যাপন’ কনসার্ট, যেখানে সন্ধ্যা ৭টায় পরিবেশনায় থাকবে ব্যান্ড ব্লু জিন্স ও ইতিবৃত্ত।
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্লাজা চত্বরে অনুষ্ঠিত হবে ‘৩৬ জুলাই কনসার্ট’। বিকেল ৪টায় শুরু হবে এই অনুষ্ঠান।
পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে সন্ধ্যা ৭টায় গান শোনাবেন ব্যান্ড পূর্বাভাস ও এপিটাফ।
এ ছাড়া রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় মূকাভিনয়ের দল ‘মাইম আর্ট’ আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা। এই আয়োজনে থাকবে ‘জুলাই’র কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা এবং নিথর মাহবুবের একক অভিনয়ে মূকনাট্য ‘রক্তে আগুন লেগেছে’-এর মঞ্চায়ন। নাট্যকাজটির রচয়িতা ও নির্দেশকও নিথর মাহবুব নিজেই।