স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিহত ছাত্রীর মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড়
নিহত ছাত্রীর মরদেহ দেখতে স্থানীয় লোকজনের ভিড় © টিডিসি

জামালপুরের বকশীগঞ্জে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে নানাবাড়ি থেকে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

রবিবার (৩ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ পৌরসভার চরকাউরিয়া সীমারপাড়া তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ছাত্রীর নাম জান্নাতুল (১৭)। সে বকশীগঞ্জ উলফাতুননেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জান্নাতুল পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার শহিদুল্লাহ দিপুর মেয়ে। সে মা শাপলা আক্তারের সঙ্গে বকশীগঞ্জে নানাবাড়িতে থেকে পড়াশোনা করত।

জানা যায়, বিকেলে বাড়ির দক্ষিণ পাশে একটি জলপাই গাছের ডালে ওড়না প্যাঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জান্নাতুলের সহপাঠী ও শিক্ষকরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহাম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।