কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগ

প্রতি ভুলে কাটা যাবে দশমিক ২৫, সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আরও যা থাকছে

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠানসমূহ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠানসমূহ © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আজ রবিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে,  চলবে ১০ আগস্ট পর্যন্ত। ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তনসহ কলা ও সামাজিক বিজ্ঞান বিভাগের ভর্তিচ্ছুদের দেয়া হয়েছে একগুচ্ছ নির্দেশনা। 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয়া হয়। 

কলা ও সামাজিক বিজ্ঞানের ভর্তি-পরীক্ষা ও ভর্তিচ্ছুদের করণীয়

মোট ১০০ নম্বরের ভর্তি-পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান- এই তিনটি বিষয়ে ১০০টি প্রশ্ন থাকবে। ভর্তি পরীক্ষার প্রশ্ন উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২০২৪ সালের জন্য নির্ধারিত পাঠ্যসূটি অনুযায়ী হবে উল্লিখিত তিন বিষয়ের নম্বর। 

বন্টন নিম্নরূপ

বাংলা-২৫: ইংরেজি-২৫; সাধারণ জ্ঞান-৫০: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে গঠিত সমাজবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল ইত্যাদি সংশ্লিষ্ট সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে।

উত্তরপত্রের উপরিভাগে প্রার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম যেভাবে ইংরেজিতে ভর্তি-পরীক্ষার প্রবেশপত্রে আছে ঠিক সেভাবে লিখতে হবে। পরীক্ষার উত্তরপত্র (একটি OMR শিট) বিশ্ববিদ্যালয় সরবারাহ করবে। অতিরিক্ত কোনো শিট দেওয়া হবে না। সরবারহকৃত উত্তরপত্রের (OMRSheet-এ) প্রশ্নের উত্তর বৃত্ত পূরণ করে চিহ্নিত করতে হবে।

প্রার্থী কোনো অবস্থাতেই মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র (প্রবেশপত্র ছাড়া), যে-কোনো ইলেকট্রোনিক ডিভাইস সংবলিত ঘড়ি ও কলম ভিসা/মাস্টার কার্ড/ এটিএম কার্ড ইত্যাদি নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। 

ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০। যারা ৪০-এর কম পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। যারা ইংরেজি অথবা বাংলা বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক ভর্তি-পরীক্ষায় তাদেরকে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে। কেবল 'গ' ও 'ঘ' গুচ্ছভুক্ত (পরে উল্লেখিত) বিষয়সমূহে ভর্তি হতে আগ্রহী শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক অথবা সমমান পর্যায়ে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪০% নম্বর থাকতে হবে। উচ্চ মাধ্যমিক / সমমান পর্যায়ে গণিত বিষয় থাকলে পরিসংখ্যান এবং গণিত বিষয়ে ভর্তি হওয়া যাবে। অর্থনীতি বিভাগ ও ব্যবসায় শিক্ষা শাখার সকল বিভাগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পর্যায়ে গণিত/অর্থনীতি থাকতে হবে।

ইসলামিক স্টাডিজ বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে দাখিল/আলিম/ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা/ আরবি থাকতে হবে। আরবি বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে দাখিল পরীক্ষার আরবি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।

ভর্তি-পরীক্ষার ৪৮ ঘণ্টা পূর্বে বিস্তারিত আসন বিন্যাস ভর্তির ওয়েবসাইটে https://collegeadmission.eis.du.ac.bd দেখা যাবে। এ ছাড়া আবেদনকারী প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএস-এর মাধ্যমে নিজ নিজ আসনবিন্যাস জানতে পারবে। পরীক্ষার্থীকে অবশ্যই ০২:৩০ মিনিটের পূর্বে পরীক্ষার হলে নিজ আসন গ্রহণ করতে হবে।