ভণ্ডামি ও পক্ষপাতের অভিযোগ এনে টুর্নামেন্ট বয়কট পাকিস্তানের
- ০৫ আগস্ট ২০২৫, ১৬:৫৬
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টে ভবিষ্যতে পাকিস্তান দলের অংশগ্রহণে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, ডব্লুসিএল আয়োজকেরা নির্দিষ্ট একটি জাতীয়তাবাদী বয়ানে চালিত এবং পক্ষপাতদুষ্ট।
শনিবার (২ আগস্ট) সদ্য সমাপ্ত ডব্লুসিএলে রানার্সআপ হয়েছে শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকদের নিয়ে গঠিত ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’। এই টুর্নামেন্টে সেমিফাইনালসহ দুটি ম্যাচে পাকিস্তানের সঙ্গে খেলতে আপত্তি জানায় ভারতীয় দল।
ডব্লুসিএলে নিষেধাজ্ঞা প্রসঙ্গে আয়োজকদের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে পিসিবি। গ্রুপ পর্বে পাকিস্তান দলের বিপক্ষে ভারত খেলতে অস্বীকৃতি জানানোর পর দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল। ম্যাচ বর্জনকারী দলকে পয়েন্ট দেওয়ার বিষয়টিকে ‘ভণ্ডামি ও পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যায়িত করেছে দেশটির ক্রিকেট নিয়ন্তা সংস্থাটি। আয়োজকদের বিরুদ্ধে রাজনৈতিক বিবেচনা ও বাণিজ্যিক স্বার্থে টুর্নামেন্টে হস্তক্ষেপ করার অভিযোগও এনেছে পিসিবি।
এদিকে শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়নাসহ বেশ কয়েকজন ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করার পর ‘ম্যাচ বাতিলে’র ঘোষণা দিয়েছিল আয়োজকেরা। তবে পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে ভারতের যেসব সমর্থক আহত হয়েছিলেন, তাদের ইঙ্গিত করে ‘অনুভূতিতে আঘাত দেওয়ার’ জন্য দুঃখ প্রকাশও করেছিল ডব্লুসিএল।
এ নিয়ে পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘“অনুভূতিতে আঘাতের” জন্য ডব্লুসিএলের ক্ষমাপ্রার্থনা যদিও হাস্যকর, তবে এর মাধ্যমে অনিচ্ছাকৃতভাবে এটাও স্বীকার করা হয় যে এই বাতিলের পেছনে ক্রিকেটীয় মেধা নয়, বরং একটি নির্দিষ্ট জাতীয়তাবাদী বয়ানের কাছে নতি স্বীকার করা হয়েছে। সংবেদনশীলতার ছদ্মবেশে আসা এই পক্ষপাত আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায়ের কাছে একটি অগ্রহণযোগ্য বার্তা পাঠায়।’
বিবৃতিতে পিসিবির লিখেছে, ‘আমরা আমাদের খেলোয়াড়দের এমন কোনো ইভেন্টে অংশ নিতে দেব না, যেখানে খেলার চেতনা বিকৃত রাজনীতির আড়ালে চলে যায়, যা ক্রীড়ানৈতিকতা ও ভদ্রলোকের খেলার মৌলিক ভাবধারাকে ক্ষুণ্ন করে।’