চোটে মাঠ ছাড়লেন মেসি, শঙ্কায় ইন্টার মায়ামি
- ১০ আগস্ট ২০২৫, ১৩:৪৪
ইন্টার মায়ামিতে দুর্দান্ত সময় কাটছিল আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির। টানা পাঁচ ম্যাচে একাধিক গোলের দেখাও পেয়েছিলেন। এতে মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাসও গড়েছিলেন। বিশ্বকাপজয়ী এই অধিনায়কের জোড়া অ্যাসিস্টে সর্বশেষ ম্যাচেও জয়ের দেখা পেয়েছিল মায়ামি। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক চোট ব্যাঘাত ঘটাল মেসির সেই সুখকর মুহূর্তে।
রোববার (৩ আগস্ট) চেজ স্টেডিয়ামে লিগস কাপে ম্যাচের ১১তম মিনিটেই হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছেড়েছেন রেকর্ড আটবারে ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। অবশ্য মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত চোটের সঙ্গে লড়াই করছিলেন এই লিটল ম্যাজিশিয়ান।
বল নিয়ে প্রতিপক্ষের বক্সে প্রবেশের সময়ে রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ বাঁধে মেসির। যন্ত্রণায় মাঠেই তাকে কাতরাতে দেখা যায়। উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টাও করেছিলেন। তবে অস্বস্তিতে তা হয়ে উঠেনি। শেষমেশ চিকিৎসকের পরামর্শে মাঠ ছাড়েন আর্জেন্টাইন এই খুদে ‘জাদুকর’।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন, তিনি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছেন, তবে এটি কতটা গুরুতর, তা আগামীকাল জানব। সম্ভবত কিছু সমস্যা আছে, তবে খুব বড় কিছু নয়। কারণ, সেভাবে ব্যথা ছিল না। তবে অস্বস্তি ছিল।
চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির ৩০তম ম্যাচ এটি। এমএলএসে এখন পর্যন্ত মেসির ঝুলিতে ১৮ গোল ও ৯টি অ্যাসিস্ট রয়েছে।
লিগস কাপে মেক্সিকোর আরেক ক্লাব পুমাসের বিপক্ষে আগামী বৃহস্পতিবার পরবর্তী ম্যাচ খেলবে মায়ামি। তবে এই ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে!