নাটকীয় ফাইনাল, কোপা আমেরিকায় ইতিহাস গড়ল ব্রাজিল

ব্রাজিলের শিরোপা উল্লাস
ব্রাজিলের শিরোপা উল্লাস © সংগৃহীত

অবিশ্বাস্য, দুর্দান্ত, এক কথায় অসাধারণ!

মনে রাখার মতই এক ফাইনাল দেখল ফুটবলবিশ্ব। রুদ্ধশ্বাস ফাইনালে তিনবার পিছিয়ে পড়েছিল ব্রাজিল। নির্ধারিত সময় শেষেও ৪-৪ সমতায় থাকে ম্যাচ। শেষমেশ টাইব্রেকার, আর সেখানেও নাটকীয়তা। নানান থ্রিলারে টইটুম্বর এক ফাইনালে কলম্বিয়াকে ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে ফের নারী কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ব্রাজিল, লাতিন আমেরিকা মহাদেশের টানা পঞ্চম শিরোপা এটি। 

এ নিয়ে নবমবারের মতো কোপার শিরোপা জিতল সেলেসাও মেয়েরা। আগের ৯ আসরের মধ্যে আটবারই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মাঝে ২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শিরোপা খুইয়ে ছিল ব্রাজিল। এছাড়া সবশেষ পাঁচ আসরের মধ্যে চারবারই ফাইনালে কলম্বিয়াকে হারাল সেলেসাও মেয়েরা।

ম্যাচজুড়ে নাটকীয়তার কমতি ছিল না। প্রায় শিরোপার দোরগোড়ায় চলে গিয়েছিল কলম্বিয়া। শেষ দিকে ৩-২ গোলে এগিয়ে ছিল তারা। ইনজুরি সময়ের একেবারে শেষ মুহূর্তে গোল করে ব্রাজিলকে ম্যাচে ফেরান মার্তা।

এরপর ১০৫তম মিনিটে ব্রাজিলকে ৪–৩ ব্যবধানে এগিয়ে দেন ৩৯ বছর বয়সী মার্তা। কিন্তু ১০ মিনিট ব্যবধানে ফের সমতায় ফেরে কলম্বিয়া। এতে টাইব্রেকারে চলে যায় ম্যাচ। ম্যাচে জোড়া গোল করলেও পেনাল্টি শুটআউটে ব্যর্থতায় পুড়েন মার্তা।

তবে বাকিরা সেটা পুষিয়ে দেন। প্রথম পাঁচ শটে দু’দলই তিনটি করে গোলের দেখা পায়। এরপর সাডেন ডেথে শিরোপা নিশ্চিত করে ব্রাজিল। এ জয়ে পঞ্চমবারের মতো কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল। আসরজুড়ে অপরাজিত থেকেই শিরোপা ঘরে তুললো তারা।