জামায়াত আমিরের নেতৃত্বের প্রশংসায় প্রেস সচিব
- ০৪ আগস্ট ২০২৫, ২২:৪৬
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার সকালে জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আজ শনিবার (২ আগস্ট) হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর জামায়াত আমিরের সুস্থতা কামনা করে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ওই স্ট্যাটাসে তিনি জামায়াত আমিরের শান্ত নেতৃত্ব ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।
শফিকুল আলম লেখেন, ‘হার্ট সার্জারির পর আমি শফিকুর রহমান ভাইয়ের কথা ভাবছি এবং তাঁর জন্য দোয়া করছি। অনিশ্চয়তায় পরিপূর্ণ এক সময়ে তিনি যে শান্ত, দায়িত্বশীল নেতৃত্ব দিয়েছেন এবং সংস্কার প্রক্রিয়ায় যে আন্তরিকভাবে যুক্ত ছিলেন, তা সত্যিই প্রশংসনীয়। তাঁর নেতৃত্বেই জামায়াতে ইসলামী অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নৈতিক মানদণ্ড বজায় রেখেছে এটি দেশের সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য একটি উদাহরণ।”
তিনি আরও বলেন, ‘আমি তাঁর জন্য শক্তি, মানসিক প্রশান্তি ও দ্রুত পূর্ণ সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ।’
এর আগে, শনিবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করেন চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবির।
তিনি বলেন, ‘সকাল সাতটায় ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ওনার সার্জারি খুব ভালো হয়েছে। আমরা চেয়েছিলাম তাঁকে সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সার্জারি করতে, সেটা পেরেছি। ওনার তিনটা বাইপাস করার কথা ছিল। আমরা চারটা বাইপাস করেছি যেন কোনো দিক থেকেই কোনো সমস্যা না হয়। কোনো জটিলতা ছাড়াই সার্জারি শেষ হয়েছে।’