পুলিশের নামে ১১ দফা সুপারিশ নিয়ে ভাইরাল চিঠি ভুয়া : পুলিশ হেডকোয়ার্টার্স
- ০৬ আগস্ট ২০২৫, ০৮:৫১
সম্প্রতি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে জুলাই আন্দোলন নিয়ে পুলিশের ১১ দফা সুপারিশ তুলে একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চিঠিটিতে আন্দোলনে পুলিশের ভূমিকা, নিহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কার ও রাজনীতিমুক্তকরণসহ নানা দাবি উল্লেখ করা হয়। তবে বিষয়টি ভিত্তিহীন ও ভুয়া বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।
আজ শনিবার (২ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকে ইস্যু করা হয়নি। চিঠির বক্তব্য সম্পূর্ণ বানোয়াট, বিভ্রান্তিকর ও পুলিশের নীতিমালার পরিপন্থী। এছাড়া চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যে কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে, তিনি পুলিশের ওই শাখায় কর্মরত নন বলেও জানান তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের ভুয়া চিঠি তৈরি ও প্রচারে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ভাইরাল হওয়া চিঠি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি লেখেন, ‘পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বিশেষ বিবেচনাধীন পত্র। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে, পুলিশের মেরুদণ্ড একদম ক্ষয়ে যায়নি, এটুকু নিঃসন্দেহে বলা যায়।’
উল্লেখ্য, চিঠিটিতে যেসব ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে তার মধ্যে ছিল—জুলাই সনদে পুলিশের ইতিবাচক ভূমিকা তুলে ধরা, আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা ও ক্ষতিপূরণ, পুলিশ হত্যাকারীদের দায়মুক্তি না দেওয়া, রাজনৈতিক দখলদারিত্ব থেকে পুলিশকে মুক্ত রাখা এবং পুলিশ সংস্কারের মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করা ইত্যাদি।