জনকণ্ঠ ভবনের সামনে জুলাই ঐক্য

বক্তব্য দিচ্ছেন এবি জুবায়ের
বক্তব্য দিচ্ছেন এবি জুবায়ের © সংগৃহীত

পত্রিকার প্রথম পাতা লাল রঙ দিয়ে বের করায় দৈনিক জনকণ্ঠ পত্রিকার সংবাদ কর্মীদের চাকরিচ্যুত করায় সাংবাদিকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে জুলাই ঐক্য। আজ শনিবার (২ আগস্ট) রাত ৯টার দিকে চাকরিচ্যুতের প্রতিবাদে জনকণ্ঠ ভবনের সামনে বিক্ষোভে একাত্মতা জানান জুলাই ঐক্যের অন্যতম সংগঠক এবি জুবায়ের। 

তিনি বলেন, ‌‘জুলাই বিপ্লবের এক বছর পার না হতেই জুলাই যোদ্ধা সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। জুলাইয়ের প্রশ্নে সাংবাদিকদে সঙ্গে আমরা সবসময় আছি। জনকণ্ঠ থেকে ফ্যাসিবাদমুক্ত করতে আপনারা কাজ করুন, আমরা আপনাদের সঙ্গে আছি।

অভ্যুত্থানের পরে আমরা মৌলিক সংস্কার চেয়েছিলাম। তার মধ্যে মিডিয়া সংস্কার অন্যতম। তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নাকি হাত-পা বাঁধা। তাহলে আপনাকে বলেছেন উপদেষ্টা হতে? এখনো সকল মিডিয়া হাউজে ফ্যাসিবাদের দোসরা কাজ করে যাচ্ছেন। গত ৬ মাস সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সরকারের বেতন নেওয়া ছাড়া আর কী কাজ করেছেন তা আমাদের জানা নেই। মাহফুজ আলমও একই পথে এগোচ্ছেন।

তারা সরকারের কাছ থেকে বেতন নিলেও মিডিয়ায় কোনো সংস্কার হচ্ছে না। এমন উপদেষ্টা আমরা দেখতে চাই না। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করতে পারবে এমন কাউকে নিয়োগ করুন।’

জানা গেছে, কালো ব্যাজ ধারণসহ কালো রঙ করে শুক্রবার (১ আগস্ট) দৈনিক জনকণ্ঠ পত্রিকা প্রকাশ করে পত্রিকার সম্পাদক শামিমা এ খান। এর প্রতিবাদে শনিবার (২ আগস্ট) পত্রিকার প্রথম পাতা লাল রঙ দিয়ে বের করায় সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ ওঠে।