শেরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ডোবায় ডুবে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় ডোবার পানিতে ডুবে রাফি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার টালকী ইউনিয়নের পোয়াবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত রাফি নয়াবাড়ি এলাকার মো. হৃদয় মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাফি তার নানাবাড়িতে বেড়াতে গিয়ে দুপুরে খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার ধারে যায়। পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।