তিন অঞ্চলে ভারী ও ঢাকায় বজ্রবৃষ্টির আভাস

বৃষ্টির ছবি
বৃষ্টির ছবি © সংগৃহীত

সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২ আগস্ট) ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে পাঠানো পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং কোথাও কোথাও ৮৮ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায়ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

তবে শনিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি। পূর্বাভাসে জানানো হয়, নদীবন্দর এলাকাগুলোতে ঝড়ো হাওয়ার বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কোনো আশঙ্কা নেই।