শনিবার বাইপাস সার্জারি, সাক্ষাৎ না করে দোয়ার অনুরোধ জামায়াত আমিরের
- ০২ আগস্ট ২০২৫, ১৩:৫৯
আগামীকাল শনিবার (২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হবে। তাই সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করতে শুভাকাঙ্ক্ষী, সুহৃদ ও বন্ধুমহলের প্রতি সাক্ষাৎ না করে কেবল দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি।
আজ ১ আগস্ট (শুক্রবার) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘সুষ্ঠু চিকিৎসার স্বার্থে, আজ থেকে বাকি সময়টা শুভাকাঙ্ক্ষী, সুহৃদ ও বন্ধুমহলকে সাক্ষাতের জন্য না এসে দোয়া করার জন্য আন্তরিক অনুরোধ। আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রিয়জনকে সুস্থ রাখুন। আমিন।’
এর আগে, গত ২৯ জুলাই (মঙ্গলবার) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় হার্টের তিনটি প্রধান রক্তনালিতে গুরুতর ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের মতে, তার বর্তমান শারীরিক অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত ও নিরাপদ সিদ্ধান্ত।
উল্লেখ্য, গত ১৯ জুলাই ঢাকায় জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এরপর তাঁকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এনজিওগ্রামসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার হার্টের সমস্যা শনাক্ত হয়। এরপর থেকেই তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।