৪২ শিক্ষককে এমপিওর শুনানিতে ডাকল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
- ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫৮
এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত নিতে শুনানির জন্য ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আগামী ৬ আগস্ট এ শুনানি অনুষ্ঠিত হবে। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৪২ অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষিকাকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) উপসচিব সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ২০.১ (গ) অনুচ্ছেদ অনুযায়ী গঠিত আপিল কমিটির সভা আগামী ৬ আগস্ট সকাল ১০টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা ভবন, ১৬ আব্দুল গণি রোড, ঢাকা-এর সম্মেলন কক্ষে (কক্ষ-৯০৪) অনুষ্ঠিত হবে।
সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রভাষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষিকা, সহকারী লাইব্রেরিয়ান ও অফিস সহকারীর এমপিওভুক্তি, বকেয়া প্রদান, এমপিও বন্ধকরণ ও ছাড়করণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে তাঁদের নিয়োগসহ যাবতীয় তথ্যাদি যাচাই করার জন্য শুনানী গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তির প্রস্তাব অনুমোদন, তথ্য দিতে হবে ১০ আগস্টের মধ্যে
শুনানিতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে (বক্তব্যের সমর্থনে সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বরাবর আবেদন এবং সূচিপত্রসহ সকল কাগজপত্রাদিসহ) অংশগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। ৪২ জনের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।