মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত 

ছাত্রদল সভাপতি মো. আব্দুল আহাদ আরিফ (বামে) ও মো. জুয়েল (ডানে)।
ছাত্রদল সভাপতি মো. আব্দুল আহাদ আরিফ (বামে) ও মো. জুয়েল (ডানে)। © সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আব্দুল আহাদ আরিফ (২০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মো. জুয়েল (২৩) নামে আরও একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী অক্সিজেন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. আব্দুল আহাদ আরিফ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল মালেকের ছেলে ও ২নং মাদামবিবিরহাট ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। অন্যদিকে নিহত  মো. জুয়েল একই এলাকার বাসিন্দা মো. আবুল কাশেমের ছেলে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আরিফ ও তার বন্ধু জুয়েল মোটরসাইকেলযোগে ভাটিয়ারী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। মহাসড়কের ঢাকামুখী রোডে উল্টোপথে যাবার সময় পেছন দিক থেকে আসা একটি তেলবাহী গাড়ি তাদেরকে চাপা দেয়। এতে আরিফ ও জুয়েল ঘটনাস্থলেই নিহত হন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় মাদামবিবিরহাট ওয়ার্ড ছাত্রদলের সভাপতিসহ দুই জন নিহত হয়েছেন।

এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোমেন বলেন, উল্টোপথে মোটরসাইকেল নিয়ে যাবার সময় তেলের গাড়ি ধাক্কায় দুই জন নিহত ও আরও একজন আহত হয়েছেন।