কলকাতায় বাংলাদেশি অভিনেত্রী গ্রেপ্তার
- ২৬ নভেম্বর ২০২৫, ১৩:১০
কলকাতা থেকে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পাল। সোমবার (২৮ জুলাই) বিজয়গড়ের একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করেছে পার্কস্ট্রিট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভারতীয় ভোটার/এপিক কার্ডসহ কয়েকটি বাংলাদেশি পাসপোর্ট, রিজেন্ট এয়ারওয়েজের (বাংলাদেশ) আইডি কার্ড, ঢাকার মাধ্যমিক শিক্ষার প্রবেশপত্র, বিভিন্ন ঠিকানার রেশন কার্ড জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শান্তার কাছ থেকে পাওয়া আধার কার্ডের একটি কলকাতার এবং অন্যটি বর্ধমানের। ২০২০ সালে তার নামে বর্ধমানের ঠিকানার আধার নথিভুক্ত করা হয়েছে। এই সমস্ত নথি কীভাবে তার কাছে এল, তার কোর সদুত্তর পায়নি পুলিশ। তবে তিনি পুলিশের কাছে দাবি করেছেন, কলকাতায় একটি স্টার্ট আপ করার পরিকল্পনা ছিল তার।
এদিকে শান্তা তার বাংলাদেশি পাসপোর্টে কোনও ভিসা দেখাতে পারেননি। ২০২৩ সালে ভিসা নিয়ে এদেশে এসেছিলেন তিনি। সেই ভিসার মেয়াদ ফুরিয়েছে। এরপর নতুন করে ভিসা করেননি তিনি। শুধু তাই নয়, তার পাসপোর্টের মেয়াদও ফুরিয়েছে চলতি বছর।
এ বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই তাকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয়। বুধবার (৩০ জুলাই) তাকে আদালতে তোলা হয়। আগামী ৮ অগাস্ট পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
জানা গেছে, কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতেন শান্তা পাল। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছিলেন তিনি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন ঠিকানা ব্যবহার করতেন তিনি।
উল্লেখ্য, শান্তা বাংলাদেশের দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মডেল ছিলেন এবং একাধিক বিউটি কনটেস্টে অংশ নিয়েছিলেন। 'ব্যাচেলর ইন ট্রিপ'
সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়েছিল। এ সিনেমায় আরও অভিনয় করেছেন শিরিন শিলা, কায়েস আরজু, কচি খন্দকার, শান্তা পল, তারেক মাহমুদ, সুবর্ণা সাইদ, মুকিত জাকারিয়া, মুসাফির সৈয়দ, রেবেকা, শাহনুর, দোলন দে, অপ্সরা, শিশির আহমেদ, লাবনি লাকি, আফফান মিতুল, নাসিম সাহনিক প্রমুখ।