দাখিল স্তরে পাঠদানের অনুমতি পেল ১০ বেসরকারি মাদ্রাসা
- ২০ আগস্ট ২০২৫, ২০:০০
দেশের ১০টি বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠানকে দাখিল স্তরে পাঠদানের অনুমতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ৩০ জুলাই (মঙ্গলবার) জারি করা এক অফিস আদেশে এসব প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু শর্তে পাঠদানের অনুমতি দেওয়া হয়।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক প্রফেসর মো. আবদুল মান্নান স্বাক্ষরিত আদেশে বলা হয়, অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোতে পাঠদান চালু করা যাবে তবে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকার বহন করবে না। এই ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠান কোনোভাবেই এমপিওভুক্তির দাবি করতে পারবে না—এমন মর্মে লিখিত অঙ্গীকারনামা দিতে হবে বোর্ডে।
অনুমোদন পাওয়া মাদ্রাসাগুলো হল— সিলেটের দক্ষিণ সুরমায় অবস্থিত নিশ্চিন্তপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা এবং মৌলভীবাজারের কুলাউড়ার ক্বারী আব্দুল মুতলিব দাখিল মাদ্রাসা। সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দেওকলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসা। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুটি প্রতিষ্ঠান—শরীফপুর মোত্তালিবিয়া দাখিল মাদ্রাসা ও আবাসপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা—এবার দাখিল স্তরের পাঠদানের অনুমতি পেয়েছে।এ ছাড়া ময়মনসিংহের ত্রিশালের জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা, নারায়ণগঞ্জ সদরের আল এহসান দারুস সুন্নাত দাখিল মাদ্রাসা, ও ঢাকার বংশালের মিছবাহুল উম্মাহ দাখিল মাদ্রাসা রয়েছে এই তালিকায়। চট্টগ্রামের পটিয়া উপজেলার বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা এবং কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নয়াহাটি খনারচর ইসলামিয়া দাখিল মাদ্রাসাও অনুমোদিত হয়েছে।