চীনের অর্থায়ন

২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে হচ্ছে ছাত্রী হল, অপেক্ষা অনুমোদনের

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৫০০ ছাত্রীর জন্য চীন সরকারের অর্থায়নে ২৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী হল। এ সংক্রান্ত একটি চিঠি চীন সরকারের কাছে পাঠিয়েছে সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। দেশটির সরকার অনুমোদন দিলেই এ হল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ এগিয়ে চলছে। এ লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর একটি অফিসিয়াল চিঠি ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে ইতোমধ্যেই চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। চীন সরকারের অনুমোদনের পর দ্রুততম সময়ের মধ্যে হল নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫শ’ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।

এতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন।

এদিকে, বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের প্রাথমিক প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নীতিগতভাবে অনুমোদন করেছেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও ছাত্রী হল নির্মাণে সহযোগিতার ব্যাপারে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসন সংকট নিরসনসহ তিনটি গুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্প শিগগিরই বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইতোমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠককালে এসব প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন। এসময় উপদেষ্টা এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।

এছাড়া, উপাচার্য এসব প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাইয়ুম আরা বেগমের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করেছেন।

প্রসঙ্গত, গত রবিবার (২৭ জুলাই) ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন প্রকল্প ফেজ-১’ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। প্রকল্প অনুযায়ী, ২ হাজার ৮৪১ কোটি ৮৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে বেশ কিছু পুরনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করা হবে। প্রকল্পে প্রস্তাবিত ৪১টি বহুতল ভবনের মধ্যে রয়েছে আবাসিক শিক্ষার্থীদের জন্য ১৬টি হল ও ভবন, ৮টি একাডেমিক ভবন, আবাসিক হলগুলোতে আবাসিক শিক্ষকদের জন্য ৯টি আবাসিক ভবন, পুরনো ডাকসু ভবন ভেঙে ১২ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন, ৬তলা মেডিক্যাল সেন্টার, রেজিস্ট্রার বিল্ডিংয়ের একাংশ ভেঙে একটি ২০ তলা ও একটি চারতলা প্রশাসনিক ভবন নির্মাণ, চারতলা কেন্দ্রীয় মসজিদ নির্মাণ, গ্যালারি ও ডরমেটরি নির্মাণ, কেন্দ্রীয় খেলার মাঠের উন্নয়নসহ নানান নির্মাণ কাজ করা হবে।